শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সাকিব বিশ্বে একজন, মনে করেন তানজিম

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১১, ২০২৫ ২:০২ অপরাহ্ণ

বাংলাদেশ দলের হয়ে বর্তমানে প্রায় নিয়মিতই খেলছেন রিশাদ হোসেন। যদিও ফর্ম ও দলীয় সমন্বয় বিবেচনায় মাঝে মাঝে তাকে বাইরে রাখা হয়। কখনও কখনও খরুচে হলেও লেগস্পিনাররা গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু দিতে সক্ষম। বিশ্বজুড়ে তাই রিস্ট স্পিনারদের চাহিদা বেড়েছে। এই প্রয়োজনীয়তার বিষয়টি নতুন করে তুলে ধরলেন জাতীয় দলের পেসার তানজিম হাসান।

আফগানিস্তানের বিপক্ষে আজ  শনিবার (১১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তানজিম বলেন,  “শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটেও প্রত্যেক ব্যাটার লেগস্পিনের বিপক্ষে সমস্যায় পড়ে। প্রত্যেক দলে লেগস্পিনার রাখার মূল উদ্দেশ্যই হলো গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু আনা। এমন স্পিনার প্রতিপক্ষের জন্য অনেকটা হুমকি হয়ে থাকে। আমি মনে করি, আমাদের আরও ভালোভাবে মানিয়ে নিয়ে, সঠিক ট্যাকটিক্স ব্যবহার করে কীভাবে তাদের খেলা যায়, সেই দিকে মনোযোগ দেওয়া উচিত।”

অপরদিকে, গত এক বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে না পারার পাশাপাশি দেশেও তিনি আসতে পারছেন না।

তানজিম বলেন, “সাকিব ভাই পুরো বিশ্বে একটাই। তিনি দলে থাকলে বোলার ও ব্যাটারের দায়িত্ব নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হয় না। এমন অলরাউন্ডার খুবই দুর্লভ। তার ব্যাকআপ তৈরি করা কঠিন, তবে যথাসাধ্য চেষ্টা করব। যদি বোলার ও ব্যাটাররা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, আমরা এই অভাব পূরণ করতে পারব।”

সর্বশেষ - আইন-আদালত