ইতিহাস গড়ে প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়শিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। এই গৌরবময় সাফল্যে সাবিনা খাতুনদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এ অর্জনকে অত্যন্ত সম্মানজনক উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শিরোপা জয় দেশের খেলাধুলার ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
ব্যাংককে অনুষ্ঠিত ফাইনালে মালদ্বীপকে ১৮-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। সাবিনা খাতুন ও লিপি আক্তারদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা।
এই সাফল্য দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ড. ইউনূস বলেন, বাংলাদেশ নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, কঠোর পরিশ্রম ও সক্ষমতার শক্ত প্রমাণ এই অর্জন। এর মাধ্যমে তরুণরা খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।


















