সোমবার , ২ জুন ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

হোয়াইটওয়াশ নিয়ে যা বললেন লিটন দাস

প্রতিবেদক
Newsdesk
জুন ২, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। লাহোরে শেষ ম্যাচেও মিলল না সান্ত্বনার জয়। এবারও ব্যাট হাতে শুরুটা ভালো করলেও বোলিংয়ের ছন্দপতন দলকে ডুবিয়েছে। ৭ উইকেটের হারের পর মুখে হতাশার ছায়া স্পষ্ট হয়ে উঠেছে অধিনায়ক লিটন দাসের কণ্ঠে।

ম্যাচ শেষে হতাশ লিটন খোলামেলা স্বীকার করলেন ব্যর্থতার কথা, ‘হ্যাঁ, অবশ্যই আমরা ভালো বল করিনি। আগের দুই ম্যাচে ব্যাটিং-ফিল্ডিং ভালো হয়নি। আজ ব্যাটিং উন্নতি করেছে, তবে বোলিং নিয়ে শিখতে হবে। কীভাবে কোন ব্যাটারের বিপক্ষে বল করতে হয়, সেটা বুঝতে হবে। এই জায়গাগুলোয় উন্নতি দরকার।’

তবে পুরো সিরিজেই যে কেবল হতাশা, তা নয়। ইতিবাচক দিকও তুলে ধরেছেন টাইগার অধিনায়ক। ‘ইমন আর তামিম ভালো শুরু এনে দিয়েছে। শুধু ওরাই না, বেশিরভাগ খেলোয়াড়ই দায়িত্ব নিয়ে খেলেছে। নিজেদের কাজটা করার চেষ্টা করেছে সবাই,’— বলেন লিটন।

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি তিনি। মাঠে থাকা দর্শকদের প্রশংসা করে লিটন বলেন, ‘দর্শকরা অসাধারণ ছিল। দুই দলকেই সমর্থন দিয়েছে। খেলাও উপভোগ করেছে। আমি দুঃখিত, বাংলাদেশের দর্শকদের জয় উপহার দিতে পারিনি। আশা করি সামনে ভালো করব।’

সর্বশেষ - আইন-আদালত