রবিবার , ২ জানুয়ারি ২০২২ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনই সংলাপের লক্ষ্য: রাষ্ট্রপতি

প্রতিবেদক

জানুয়ারি ২, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়াই এই আলোচনার লক্ষ্য।

রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ইসি গঠনে বঙ্গভবনে গণফোরামের সঙ্গে আয়োজিত আলোচনায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন গঠনে বিষয়ে রবিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নেয় বিকল্প ধারা বাংলাদেশ এবং গণফোরাম

এদিন বিকালে গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের  নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল  বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয়।

বঙ্গভবনে তাদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘রাজনীতিবিদদের অনুকরণীয় এমন কিছু করা দরকার, যা থেকে নতুন প্রজন্ম শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তুলতে পারে।’

তারা আশা করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান এই সংলাপ একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত