কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার শিশুসহ চার যাত্রী নিহত হয়েছে। শনিবার (২ আগস্ট) জেলার রামু উপজেলার রশিদনগর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
রামু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান নিহতরা হলেন- অটোরিকশার চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান। নিহত আরেকজন নারী। তবে তার পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
রশিদনগর ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বদি আলম জানান, ওই রেল ক্রসিংয়ে অটোরিকশাটি উঠে পড়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে অটোর যাত্রীদের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়। এখন পর্যন্ত চালক, দুই নারী ও এক শিশু নিহত হয়েছে।


















