সোমবার , ১৪ এপ্রিল ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

চট্টগ্রামে পহেলা বৈশাখের মঞ্চ ভাঙচুর

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১৪, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠানের প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটেছে। এসময় অনুষ্ঠান উপলক্ষে নির্মিত মঞ্চ ভাঙচুর করা হয়েছে। এছাড়া ছিঁড়ে ফেলা হয়েছে ব্যানার, মারধর করা হয়েছে মঞ্চের কাজ করা কয়েকজন কর্মীকেও। হামলার অভিযোগ জিজ্ঞাসাবাদে ছয় জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) রাত আটটার দিকে বেশ কয়েকজন যুবক এসব সরঞ্জাম ভেঙে তছনছ করেন বলে জানান আয়োজকরা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে যখন পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণের জন্য মঞ্চ প্রস্তুতের কাজ চলছিল তখন ২০-২৫ যুবক এসে ‘হাসিনার দোসরদের বর্ষবরণ করতে দেওয়া হবে না’ বলে স্লোগান দিয়ে মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলে। এসময় মঞ্চের একাংশের বাঁশ, টেবিল ছুড়ে ফেলে। মারধর করা হয় মঞ্চে কাজ করা কর্মীদেরও। পরে পুলিশ এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা বলেন, ৪৭ বছর ধরে ডিসি হিলে বাংলা নববর্ষকে বরণের অনুষ্ঠান চলে আসছিল। এই বছর প্রথম এরকম ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটলো। বর্ষবরণের ঘটনায় এরকম হামলার ঘটনায় তারা নাগরিক হিসেবে উদ্বিগ্ন।

নিরাপত্তাজনিত সঙ্কটের কারণে আগামীকাল সকালে বর্ষবরণের অনুষ্ঠানে আসবেন কিনা এটা নিয়ে তারা চিন্তিত।

ডিসি হিলে বর্ষবরণের আয়োজকরা জানান, তারা এধরণের হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। আগামীকাল হয়তো বর্ষবরণের প্রোগ্রাম যথাযথ নিরাপত্তা না পেলে করা সম্ভব হবে না।

এদিকে ওই ঘটনায় বিডিনিউজটুয়োন্টিফোর এক প্রতিবেদনে জানিয়েছে, পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন বলেছেন, মঞ্চ ভাঙচুর করার পর আমরা আয়োজকরা মিলে সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠান না করার।

তিনি বলেন, আমরা প্রোগ্রাম করবো না। হামলা এবং প্রশাসনের অসহযোগিতার কারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠান না করার সিদ্ধান্তটি আমরা অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) জানিয়ে দিয়েছি।

সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় বেশ কয়েকজন এসে ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেয়। এক পর্যায়ে তাদের উগ্রতা দেখে আমরা একপাশে সরে দাঁড়াই। এরপর তারা ডেকোরেশনের কাপড় ছিঁড়ে ফেলে এবং মঞ্চের পেছনের কাপড়ও ছিঁড়ে ফেলে। হামলার পর পুলিশ সদস্যরা এসেছেন। আগামীকাল অনুষ্ঠান করার মতো অবস্থা এখন আর নেই। আমি শুনেছি, আমরা যখন ডিসি অফিসে মিটিং করেছিলাম ওইদিন ওখানে যারা উপস্থিত ছিল তাদের কয়েকজন হামলার সময়ও ছিল। ব্যাক স্টেজের ডিজাইন তারা ছিঁড়ে ফেলে দিয়েছে। আগামীকালের অনুষ্ঠান আমরা বাতিল করছি।

সর্বশেষ - আন্তর্জাতিক