ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে বিএনপির ভোটের প্রচারে গুলি চালিয়েছে দুর্বৃত্ত। এতে একজন নিহত ও ওই আসনের বিএনপির প্রার্থীসহ দুই জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। দ্রুত তাদের উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে সোয়া পাঁচটার দিকে নগরীর বায়োজিদ থানার পূর্ব বায়েজিদের হামজারবাগ (চালিতাতী) এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
নিহতের নাম সারোয়ার বাবলা। তাকে বায়োজিদ থানার চালিতাতলি এলাকার স্থানীয় যুবদল নেতা বলে দাবি করা হলেও চট্টগ্রাম মহানগর যুবদল এক বিবৃতিতে জানিয়েছে, বাবলা যুবদলের কেউ নন।
আহতরা হলেন- মহানগর বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ ও যুবদল নেতা শান্ত।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। একজনের মৃত্যুর খবর পেয়েছি। কে বা কারা হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।


















