মিয়ানমার থেকে সাগরপথে টেকনাফে অনুপ্রবেশের সময় শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে ধরেছে পুলিশ।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার সৈকত দিয়ে এসব রোহিঙ্গা বাংলাদেশে ঢোকে।
বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এসব রোহিঙ্গাদের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।
অনুপ্রবেশকারী রোহিঙ্গারা জানিয়েছে, তারা দালালদের টাকা দিয়ে সাগরপথে বাংলাদেশে ঢুকেছে।












The Custom Facebook Feed plugin