রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নোয়াখালীতে আগুনে পুড়লো ১৮ দোকান

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৩, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে এক বছরের মাথায় আবারো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৮টি দোকান পুড়ে গেছে।

শনিবার (২২ মার্চ) দিনগত রাত পৌনে একটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,অগ্নিকান্ডের খবরে মাইজদী ফায়ার সার্ভিসের তিন ইউনিট ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন সম্পন্ন নিয়ন্ত্রণের আগেই বাজারের ১৮টি দোকান ভস্মীভূত হয়ে যায়।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো- শাহজাহানের কাপড়ের সততা স্টোর, আজাদের চায়ের দোকান, আলাউদ্দিনের মুরগি দোকান, খলিলের মুদি দোকান, চিটাং হোটেল, আজাদের মুদি দোকান, গণেশের সেলুন  দোকান, হোরনের হোটেল দোকান, সওদাগরের মুদি দোকান, আজাদ হোসেনের চা ও ভ্যারাইটিজ স্টোর, বঙ্গবন্ধু স্মৃতি সংঘ, দুলাল বেপারীর  মুদি দোকান, কালামের চায়ের দোকান, কাপড় বিতান, মুদি স্টোর, হাসেমের চায়ের দোকান ও ফারুকের মুরগি দোকান।

স্থানীয় ব্যবসায়ী গিয়াস উদ্দিন মঞ্জুসহ একাধিক বাসিন্দা জানান, রাত পৌনে একটার দিকে দক্ষিণ বাজারে প্রধান সড়কের পশ্চিম পাশের হোরনের হোটেল থেকে আগুন লেগে তা দ্রুত বাজারের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। হোটেলের চুলা নাকি বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো.ফরিদ আহমেদ জানান, খবর পেয়ে মাইজদী এবং সুবর্ণচর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৮টি দেকান পুড়ে গেছে। বাজারের একটি হোটেল দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

এর আগে ২০২৪ সালে ৩০ মার্চ রমজানে মধ্যে মান্নান নগরের একই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি দোকান ভস্মীভূত হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত