শুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, পা হারালো বাংলাদেশি

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৪, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, তাদের মধ্যে একজনের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী এবং আশারতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার আশারতলী আট নম্বর ওয়ার্ডের আলী হোছেন (৩৫) ও মো. আরিফ উল্ল্যাহ।

স্থানীয়রা জানায়, ওই দুই জন মিয়ানমারের ভেতরে অবৈধভাবে প্রবেশ করে গরু আনতে গিয়েছিলেন। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শামশুল আলম জানান, খবর পেয়ে আহত আলী হোছেন এবং আরিফ উল্ল্যাহকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের কানেও গেছে এই ঘটনা।

সর্বশেষ - রাজনীতি