সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ

কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক দু’টি ঘটনায় আরসা-আরএসও সন্ত্রাসীদের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং লাল পাহাড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।

নিহতরা হলেন, উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের নুরুল বশর (৫৫) ও কুতুপালং
৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা কবির আহম্মদ (৩৫)।

ওসি জানান, উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত ১০ থেকে ২০ জন সন্ত্রাসী কবির আহম্মদ (৩৫) নামে এক রোহিঙ্গাকে ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে, উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের নুরুল বশরকে (৫৫) সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এসব হত্যাকাণ্ড ঘটেছে বলেও জানান ওসি।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, নিহত ব্যক্তি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসার সক্রিয় সদস্য।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত