শনিবার , ২ এপ্রিল ২০২২ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

জীবন বদলে দিচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ

প্রতিবেদক

এপ্রিল ২, ২০২২ ৬:৩৮ পূর্বাহ্ণ

বাবু মিয়া ছোট থেকেই বাক ও শারীরিক প্রতিবন্ধী। বাবা মারা যাওয়ার পর মাকে নিয়ে নানির বাড়িতে থাকতেন। ছিল না জায়গা-জমি। মাকে নিয়ে কোথায় থাকবে এই চিন্তা থেকেই তিনি প্রধানমন্ত্রীর মোবাইল ফোন নম্বর সংগ্রহ করেন এবং একটি ঘর চেয়ে এসএমএস পাঠান। তার এসএমএস প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে মাগুরা জেলা প্রশাসকের মাধ্যমে তাকে ঘর করে দেওয়া হয়। সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন পরিষদের সামনে দুই শতক সরকারি খাসজমিতে সেমি পাকা দুই কক্ষের টিন শেডের ঘর করা হয় বাবুর জন্য। নিজের স্থায়ী আবাস পেয়ে আত্মবিশ্বাস জন্মেছে বাবুর। এখন তিনি স্নাতক ডিগ্রির অর্জনের পাশাপাশি চাকরিরও চেষ্টা করছেন।

শৈশবে ভ্যান চালিয়ে কঠিন সময় পার করেছেন মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের বাসিন্দা মুন্সী সোহাগ হোসেন। ছিল না মাথা গোঁজার ঠাঁই। কিন্তু গুচ্ছগ্রাম প্রকল্পে ঘর পাওয়ার পর সেখানে থেকে লেখাপড়া করে ভারত সরকারের বৃত্তিও পান তিনি। আইটি গ্র্যাজুয়েট সোহাগ এখন সফটওয়্যার উদ্যোক্তা। কর্মচারী নিয়োগ দিয়ে পরিচালনা করছেন নিজস্ব আইটি প্রতিষ্ঠান।

ভূমিহীন-গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্প নেওয়া হয়, যা প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

মুজিববর্ষ উপলক্ষে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ঘর নির্মাণ করা হয়েছে এক লাখ ১৭ হাজার ৩২৯টি। তৃতীয় পর্যায়ে আরও ৬৫ হাজার ৪৭৪টির নির্মাণকাজ চলছে। প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৭ লাখ ৮ হাজার ৩টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পাঁচ জনে এক পরিবার হিসাবে আশ্রয়ণের সুবিধা পাচ্ছেন ৩৫ লাখ ৪০ হাজার ১৫ জন।

সোহাগ জানান, ‘পারিপার্শ্বিকতার কারণে অনেক কটুক্তি শুনতে হতো। সবাই বলতো— ছেলেটা গুচ্ছগ্রামে জন্ম নিয়েছে। ভালো পরিবারের ছেলেমেয়ের চেয়ে যখন আমি রেজাল্ট ভালো করছি, তখনও অনেকে সমালোচনা করতো। কেউ কেউ উৎসাহও দিতো। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রসায়নে ভর্তি হই। ঢাকায় একটি প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি ভারতের আইসিসিআর স্কলারশিপের জন্য চেষ্টা করি। ২০১৬ সালে ভারতে যাই। গুজরাট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত বিষয়টি পাই— ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। ২০২০ সালে গ্রাজুয়েশন শেষে দেশে ফিরে আসি।’

আশ্রয়ণআশ্রয়ণ

এরপর প্রযুক্তি দিয়ে সমস্যা সমাধানে পল্লিটেকস নামে একটি আইটি প্রতিষ্ঠান করেন তিনি। মাগুরা জেলা প্রশাসনকে একটি ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যারও বানিয়ে দিয়েছেন। যার মাধ্যমে ক্ষুদ্র- নৃগোষ্ঠীর মানুষদের ডাটাবেজ সংরক্ষণ করা যায় সহজেই।

সোহাগ বলেন, ‘এমন কিছু করতে চাই, যাতে আমার মাধ্যমে আরও ১০ জন উপকৃত হয়। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ কথাটি আমাকে খুব উৎসাহ দিতো।’

অন্যদিকে বাবু এখন প্রধানমন্ত্রীর উপহারের বাড়িতে একাই থাকেন। গার্মেন্টসে চাকরির সুবাদে তার মা থাকেন ঢাকায়। শারীরিক প্রতিবন্ধী হলেও রান্না-খাওয়াসহ নিজের সব কাজ নিজেই করেন বাবু মিয়া। সঙ্গে এগিয়ে নিচ্ছেন লেখাপড়াও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামের ইতিহাস বিভাগে স্নাতক তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিচ্ছেন মাগুরা আদর্শ কলেজ থেকে।

বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন। তাকে ধন্যবাদ দিলেও কম হয়। আমি আজীবন তার জন্য দোয়া করে যাবো। এখন একটা চাকরি হলেই আমার জীবন সুন্দর হয়ে যাবে।’

মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, ‘সমাজের মূল স্রোতে চলে এলে মানুষ অসাধ্য সাধন করতে পারে। প্রধানমন্ত্রীর যে ভিশন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ— সেই সুযোগ কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলেছে সোহাগ। বাবুর মতো প্রতিবন্ধী যুবকরাও এখন ঘুরে দাঁড়াতে চায়। তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে অন্য অনেকে।’

একইভাবে ঘুরে দাঁড়িয়েছে পটুয়াখালীর চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানতা সম্প্রদায়ের লোকেরাও। প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও বিদ্যুৎ পেয়ে তাদের জীবনমান বদলে গেছে। ঘর পাওয়া এসব মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, জন্মের পর থেকেই তারা ভাসমান ছিল। নৌকায় ছিল সংসার। তাদের সন্তানরা কখনও সমতলে খেলার সুযোগ পায়নি। এমনকি তাদের অনেক শিশু পানিতে ডুবেও মারা গেছে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে এখন সমতলে থাকার স্বাদ পাচ্ছেন তারা। দীর্ঘদিন কুপিবাতির আলোয় জীবন কাটালেও এখন বিদ্যুতের আলো পাচ্ছেন তারা। তাদের ছেলেমেয়েরাও যাচ্ছে স্কুলে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘গিয়েছিলাম এক পুনর্বাসিত পরিবারের ঘরে। সেখানে গিয়ে দেখি তার সন্তানের জন্ম নিবন্ধন সনদ দেয়ালে ফ্রেম করে টানিয়ে রাখা। জানতে চাইলাম এমন কেন। সে উত্তর দিলো— স্যার এত বছর রাস্তায় রাস্তায় ঘুরেছি। লেখাপড়ার চিন্তা ছিল না। এখন আমার বাচ্চার লেখাপড়ার কথা তো ভাবতে হবে।’

তিনি আরও বলেন, ‘নীলফামারীতে গিয়ে দেখলাম রাইস কুকারে ভাত রান্না হচ্ছে। জানতে চাইলে বললো, হিসাব করে দেখেছে যে, মাসে মাত্র ১২০ টাকার বিদ্যুৎ খরচ হয়। তাছাড়া এতে সময়ও বাঁচে। এ সময়ে বাইরে কাজ করে বেশি টাকা কামানো যায়।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাবেক প্রতিমন্ত্রী, আওয়ামী লীগ নেতাসহ আটক তিন

ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ইসরাইলের

ডিসেম্বরে বিএনপিকে মাঠে নামতে দেবে না আ.লীগ

৪০ মন্ত্রীর পদত্যাগ, মসনদ টিকিয়ে রাখতে মরিয়া বরিস

বিএনপি যেন সমাবেশ করতে পারে, সেই ব্যবস্থা সরকার নিয়েছে: তথ্যমন্ত্রী

শিক্ষার্থীদের রাজাকার বলিনি, নিজেরাই নিজেদের রাজাকার পরিচয় দিলো: প্রধানমন্ত্রী

সৌম্যর ক্যারিয়ার-সেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৯১

দ্বিতীয় বাকশালের মাধ্যমে মানুষের অধিকার হরণ করেছে আ.লীগ: মঈন

ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের হামলা

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আর নেই