খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া স্কুলের কাছে এ ঘটনা ঘটে।
রবিউল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সদস্য। ২০২১ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এবং ২০১৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সরাবপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ শেষে রাত সাড়ে ১০টার দিকে তিনি মোটরসাইকেলে খুলনায় ফিরছিলেন। ডুমুরিয়ার গুটুদিয়া স্কুলের কাছে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এসময় তিনি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসাপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গণমাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা।
ঘটনার পরপরই খুলনা জেলা পুলিশ অপরাধীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।












The Custom Facebook Feed plugin