বৃহস্পতিবার , ৬ জানুয়ারি ২০২২ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

টিকা না নিলে ওঠা যাবে না লঞ্চ-ট্রেন ও বিমানে

প্রতিবেদক

জানুয়ারি ৬, ২০২২ ৯:১০ পূর্বাহ্ণ

লঞ্চ এবং ট্রেনে উঠতে গেলেও ভ্যাকসিন সার্টিফিকেট বাধ্যতামূলক করার চিন্তা করছে সরকার। এছাড়া শিক্ষার্থীদের স্কুলে যেতে বা কোনো রেস্টুরেন্টে খেতে হলেও দেখাতে হবে টিকার সনদ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, অন্তত এক ডোজ টিকা নেওয়া ছাড়া শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবেন না।

আনোয়ারুল ইসলাম বলেন, বাড়ির বাহিরে মাস্ক ছাড়া বের হওয়া যাবে না। সংক্রমণ বাড়লে গণপরিবহনের অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত হবে। তবে ভাড়া বাড়ানো যাবে না। রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সীমিত জনসমাগম করতে হবে। টিকা সার্টিফিকেট ছাড়া বাণিজ্য মেলা, বইমেলাতেও যাওয়া যাবে না।

একই সঙ্গে টিকা নেওয়ার সনদ ছাড়া হোটেল-রেস্টুরেন্টের মতো শপিংমলে প্রবেশ করা যাবে না। দুই একদিনের মধ্যে এ বিষয়ে সার্কুলার জারি করা হবে বলেও উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।

এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা সংক্রমণে আগামী দুই মাস খুব গুরুত্বপূর্ণ সময়। এর ওপর নির্ভর করবে বছরটা কেমন কাটবে। তাই এখন থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার কথা বলছে অধিদপ্তর। 

গণপরিবহনে যাত্রী কমানোর পাশাপাশি আর কোন ভোটের তফসিল না দেয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করবে স্বাস্থ্য বিভাগ। 

স্বাস্থ্য সচিব জানিয়েছেন, করোনার নির্দেশনাগুলো দু’একদিনের মধ্যেই প্রজ্ঞাপন আকারে জারি করবে সরকার। সেই সঙ্গে টিকা কর্মসূচিতেও গতি আনার কথা জানিয়েছেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানিয়েছেন, নতুন ঢেউ ঠেকাতে এখনই পদক্ষেপ না নিলে বছরজুড়েই চড়া মূল্য দিতে হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত