সোমবার , ২৭ মে ২০২৪ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়ার্মআপ ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বিশ্বকাপের উত্তাপ

প্রতিবেদক
Newsdesk
মে ২৭, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ

আগামী ২ জুন সকালে যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নবম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসর সামনে রেখে দলগুলো ওয়ার্মআপ ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতিটা ঝালাই করে নেবে। কানাডা-নেপালের ম্যাচ দিয়ে আজ রাতেই শুরু হয়ে যাচ্ছে ওয়ার্মআপের এই লড়াই। বাংলাদেশ মাঠে নামছে আগামীকাল। টাইগারদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, যাদের সঙ্গে সদ্যই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে নাজমুল হোসেন শান্তর দল। একই দলের সঙ্গে ডালাসে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে ওয়ার্মআপ ম্যাচটি।

মঙ্গলবার ভোর ৫টায় আফ্রিকার দুই দেশের লড়াইয়ে মুখোমুখি হবে নামিবিয়া ও উগান্ডা। কাল মাঠে নামছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাও। ফ্লোরিডার লাউডারহিলে সিংহলিজদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

টেক্সাসে সদ্যই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে ১-২-এ হেরে গেছে বাংলাদেশ। নাজমুল শান্তদের এই হারের পর সমালোচনার ঝড় ওঠে। যদিও তৃতীয় ও শেষ ম্যাচটি ১০ উইকেটে জিতে এই ঝড় কিছুটা হলেও সামাল দিতে পেরেছে চাপে বাংলাদেশ। ওয়ার্মআপ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ায় এবার লড়াইয়ে সমতা আনার সুযোগও এসেছে। অর্থ্যাৎ ডালাসের এই ম্যাচটি বাংলাদেশ জিতলে দুই দলের চার ম্যাচের মুখোমুখি লড়াইয়ের ফল হবে ২-২।

বিশ্বকাপ খেলতে নামার আগে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ জুন দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে টাইগাররা। নিউইয়র্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে। বাংলাদেশ ও ভারতের ম্যাচ দিয়েই শেষ হবে বিশ্বকাপের ওয়ার্মআপ পর্ব। পরদিন সকালে শুরু হবে মূল পর্বের উত্তাপ।

অস্ট্রেলিয়া দুটি, শ্রীলংকা দুটি, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ একটি করে ওয়ার্মআপ ম্যাচ খেলবে। দক্ষিণ আফ্রিকা দল নিজেদের মধ্যে ওয়ার্মআপ ম্যাচ খেলবে। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান কোনো ওয়ার্মঅপ ম্যাচ খেলছে না। তারা বরং নিজেদের মধ্যে চার ম্যাচের সিরিজ খেলে প্রস্তুতি সেরে নিচ্ছে। আজ সিরিজের তৃতীয় ম্যাচ, ৩০ মে চতুর্থ ও শেষ ম্যাচ।

সর্বশেষ - আন্তর্জাতিক