মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ট্রাকচাপায় নিহত রাবি শিক্ষার্থীর মরদেহ ১ ঘণ্টা ধরে রাস্তায়

প্রতিবেদক

ফেব্রুয়ারি ১, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ

হলের সামনে ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হিমেল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শিক্ষার্থী। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ট্রাকটি রাবিতে নির্মাণাধীন একাডেমিক ভবনের পাথর বহন করছিল। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৬টি ট্রাকে আগুন দিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্টরিয়াল বডির কেউ না যাওয়ায় এক ঘণ্টার অধিক সময় ধরে শিক্ষার্থীর মরদেহ ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। 

পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া তারা এই মরদেহ মর্গে পাঠাতে পারবে না। 

এদিকে এই ঘটনার প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা।

অন্যদিকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা নির্মাণাধীন একাডেমিক ভবনের মালামালে আগুন দিয়েছেন। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কোন ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়নি।    

নিহত হিমেল রাবির গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বগুড়ায়। রাবির শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র তিনি। এ ঘটনায় সিরামিক বিভাগের শিক্ষার্থী রাইহান প্রামানিক (২৪) আহত হয়েছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত হয়েছেন। ট্রাকটি একটি একাডেমিক ভবন নির্মাণের মালামাল পরিবহনের কাজে নিয়োজিত ছিল বলে জানা গেছে। সে সময় আরেকজন গুরুতর আহত হয়েছেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার দুঃখ প্রকাশ করে জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা শিক্ষার্থীদের জন্য যা কিছু করা প্রয়োজন আমরা তাই করবো।

সর্বশেষ - আন্তর্জাতিক