চলতি ডিসেম্বরের ২৮ দিনে দেশে বৈধ পথে ২ দশমিক ৪২ বিলিয়ন বা ২৪২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৯ হাজার ৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।
রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি মাসে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৬৫ লাখ ডলার বা এক হাজার ৩৮ কোটি টাকা।
খাত সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রবাসী আয়ের এ ধারা অব্যাহত থাকলে ডিসেম্বরে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসবে।
ডিসেম্বরের ২৮ দিনে দেশে এসেছে মোট ২৪২ কোটি ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৩ কোটি ডলার বেশি। ২০২৩ সালে ডিসেম্বরের প্রথম ২৮ দিনে ১৯৯ কোটি ১০ লাখ ডলার এসেছিলো।
এর আগে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই থেকে নভেম্বর) ১১৩ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে।