সোমবার , ২ মে ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ঢাকায় ঈদের জামাত কোথায় কখন

প্রতিবেদক

মে ২, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ

করোনার মহামারীর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দুই বছর পর রাজধানীর ঈদগাগুলোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদের জামাত। কোনো রকম বিধিনিষেধ ছাড়াই  এবারের ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা।

ঈদের প্রধান জামাত

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবারের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হব জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। করোনার কারণে দুই  বছর বন্ধ থাকার পর এবার এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকররমে ইদের জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে ঈদ জামাত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এ জামাতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খতিব শাইখ মুহাম্মদ মোস্তফা সালাফি।

সোয়া ৭টায়  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে জামাত অনুষ্ঠিত হবে। তবে মাঠে কোনো কারণে জামাত আয়োজন করা সম্ভব না হলে বুয়েটের নির্ধারিত তিনটি মসজিদে ঈদ জামাত আয়োজন করা হবে।

সংসদ ভবনে ঈদের জামাত
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল সাড়ে ৮টায়  অনুষ্ঠিত হবে। এ জামাত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়া রাজধানীর ধানমন্ডির  তাকওয়া মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৯টায়, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায় মিরপুর দারুস সালাম এলাকার মীর বাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৯টায়, মিরপুর ১২ নম্বর সেকশনের হারুন মোল্লাহ ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, মতিঝিলের আরামবাগের দেওয়ানবাগ শরীফে সকাল ৮টা ও সাড়ে ৯টায়, বসুন্ধরা আবাসিক এলাকায় মারকাজুল ফিকহিল ইসলামী মসজিদে সকাল ৭টায়, বসুন্ধরা  আবাসিক এলাকার সি ব্লকে উম্মে কুলসুম জামে মসজিদে সকাল সোয়া ৭টায়, সকাল সাড়ে ৭টায় এফ ব্লক জামে মসজিদে, সকাল ৮টায় বায়তুল জান্নাত জামে মসজিদ (জি ব্লক), সকাল সাড়ে ৮টায় ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মিরপুর ১২
মিরপুর ১২ নম্বরের ঐতিহ্যবাহী ডি ব্লকে ঈদগা মাঠে পবিত্র ঈদ উল ফিতর এর জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। মিরপুরের ঐতিহ্যবাহী ডি ব্লক ঈদগাহ মাঠে প্রতি বছর দুই ঈদের বিরাট ঈদ জামাত অনুষ্ঠিত হয়। আনুমানিক ৫০ বছর ধরে এই মাঠে ঈদ জামাত পরিচালিত হয়ে আসছে।

পুরান ঢাকার ঈদ জামাত
সকাল সাড়ে ৭টায় বংশাল আহলে হাদীস বড় মসজিদ মাটে অনুষ্ঠিত হবে একটি জামাত। বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব না হলে বড় মসজিদেই সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় দুইটি জামাত অনুষ্ঠিত হবে। সামসাবাদ মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টার দিকে।

বংশাল রোকন উদ্দিন জামে মসজিদের জামাত সকাল সাড়ে ৮টায়, আরমানিটোলার মাওলানা জামে মসজিদে সকাল সাড়ে ৭টা এবং সাড়ে ৯টায়, মকিম বাজার মসজিদে সকাল ৮টা এবং পৌনে ৯টায়,  সাতরোওজা খাজে নেহাল জামে মসজিদে সকাল ৮টা ও ৯টায়, মাহুৎটুলির চাঁদ মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল ৬টা, সাড়ে ৭টা ও ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক