ধানমন্ডি ৩২-এ আজও ভাঙচুর অব্যাহত রেখেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন হাতুড়ি দিয়ে বাড়িটি ভাঙছে কিছু মানুষ।
ভাঙ্গা বাড়ি দেখতে উৎসুক জনতার ভিড়ও বাড়ছে। ভাঙ্গার কাজে বুলডোজার আর ব্যবহার হচ্ছে না। তবে কিছু মানুষ নিজ উদ্যোগে ভবন ভেঙে ইট, রড খুলে নিচ্ছে। সেগুলো ভাঙ্গারি হিসেবে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে অনেকে।
উৎসুক জনতার আনাগোনা বন্ধ করা না গেলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে না।
শেখ হাসিনার বক্তব্য দেয়ার প্রতিবাদে বুলডোজার মিছিলে নেমে বুধবার সন্ধ্যার পর থেকে বত্রিশের এ বাড়িটি ভাঙার কাজ শুরু করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
তাদের কথা, ফ্যাসিস্টদের কোন চিহ্ন রাখতে চান না। ভবিষ্যতে যারাই ফ্যাসিস্ট হবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি তাদের। জায়গাটিতে নতুন স্থাপনা করার পক্ষে মত অনেকের।