নির্বাচনী ট্রাইব্যুনালের কর্তৃক বিজয়ী ঘোষণা ও নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব না বুঝিয়ে দেয়ায় মানববন্ধন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ।
বুধবার (১৪ মে) সকালে দক্ষিণ সিটির নগর ভবনের সামনে এ মানববন্ধন করে তারা। এতে যোগ দেয় সিটি কর্পোরেশনের কর্মচারীসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সাধারণ জনগণ।
অবিলম্বে ইশরাক হোসেনের শপথ গ্রহণের পর দায়িত্ব বুঝিয়ে দিতে আহবান জানান তারা। তাদের দাবি, নির্বাচিত প্রতিনিধি ছাড়া এক জন প্রশাসক কিছুতেই সিটির আনাচে-কানাচে বাসিন্দাদের চাহিদা সম্পর্কে ধারণা রাখতে পারে না। তাই আদালতের রায় ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মেয়র পদ ফিরে পাওয়া ইশরাক হোসেনকে দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেয়া উচিত।
দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সিটির বাসিন্দারা।












The Custom Facebook Feed plugin