বুধবার , ১২ নভেম্বর ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, আতঙ্ক-ক্ষোভ-হতাশায় নগরবাসী

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১২, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মোড়ে মোড়ে টহল পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। তবে মানুষের মধ্যে কাজ করছে চাপা আতঙ্ক।

বুধবার (১২ নভেম্বর) সকালে নগরীতে পরিবহনের সংখ্যাও ছিলো কিছুটা কম। এদিন রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে কোথাও যানজট দেখা যায়নি। অবশ্য অন্যান্য কর্মদিবসে রাজধানীর চিত্র থাকে ভিন্ন।

police2

রাজধানীর কাওরানবাজার রুটে নিয়মিত যাতায়াত করা পরিবহনের চালকরা বলছেন অন্যান্য দিনে মিরপুর থেকে যাত্রাবাড়ী যেতে যে সময় লাগে তার অর্ধেকেরও কম সময় লেগেছে আজ।

তবে রাজনৈতিক কর্মসূচি ঘিরে পরিবহন সেক্টরের ওপর অরাজকতা নিয়ে তীব্র ক্ষোভ দেখান তারা।

police

ক্ষোভ ছিলো নগরবাসীর কণ্ঠেও। ৫ আগস্টের পরও দেশের রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন না হওয়ায় হতাশাও ব্যক্ত করেন তারা।

police3

তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকালের (১৩ নভেম্বর) কর্মসূচি ঘিরে ৫ আগস্ট পরবর্তী সর্বোচ্চ সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন জানান, মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট ছাড়াও কাজ করছে র‍্যাব ও বিজিবির সদস্যরা।

পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন, কর্মসূচি ঘিরে টার্মিনালগুলোতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো পরিবহনকে একা কোথাও পাকিং না করার নির্দেশনা দেওয়া হয়েছে, রাতে বাড়ানো হয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা।

সর্বশেষ - আইন-আদালত