শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১১, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ

গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ ও সমাবেশ হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশসহ বেশকয়েকটি ইসলামী দল এই বিক্ষোভের আয়োজন করে। এ সময় সাধারণ মুসল্লিরাও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেয়।

বিক্ষোভকারীরা বলেন, গাজায় নির্বিচারে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। বিশ্ব মোড়লরা চুপ থেকে এই গণহত্যাকে সমর্থন দিচ্ছে। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও জানান তারা।

এছাড়াও, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার সকালে নীলফামারীর চৌরঙ্গী মোড়ে ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানিয়ে গণ-আন্দোলন কর্মসূচি পালন করেছে ছাত্রজনতা। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

এদিকে, ঝালকাঠিতেও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলার কাঠালিয়ায় বিনাপানি বাজারে ‘তাওহীদি জনতার’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক