গাজীপুরে একটি চলন্ত কমিউটার ট্রেনে আগুন লেগেছে। পরে ট্রেনটি সাতখামার স্টেশনে থামানো হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল বন্ধ আছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মহুয়া কমিউটার ট্রেনিট সাত খামাইর স্টেশনের কাছে গেলে আগুনের ঘটনা ঘটে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ট্রেনের একটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আশপাশের এলাকা ধোয়ায় ছেয়ে গেছে।
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের জানান, ট্রেনটি সকাল সাড়ে নয়টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকা-ময়মনসিংহ রেল রুট দিয়ে শ্রীপুর রেলস্টেশন অতিক্রমের পরপরই সাত খামাইর স্টেশনের কাছে গেলে পাওয়ার কারে আগুন লাগে। সাতখাইর স্টেশনটি বন্ধ থাকায় সেখানে তাৎক্ষণিক যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। বিষয়টি ঢাকায় জানানো হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।