শনিবার , ১৪ জুন ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

গাজীপুরে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

প্রতিবেদক
Newsdesk
জুন ১৪, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ

গাজীপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোসেন আলীর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন দলটির নেতাকর্মী ও স্থানীয়রা।

শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম সংলগ্ন টঙ্গী টেশিস থেকে শোভাযাত্রাটি বের হয়। কয়েকশ মোটরসাইকেল নিয়ে অংশ নেন সমর্থকরা। এটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বেলা দেড়টায় গাজীপুরায় শেষ হয়।

আসনটির জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোসেন আলী দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির ও গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্বে রয়েছেন।

শোডাউনের আগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহা. জামাল উদ্দীন, সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন, মুহাম্মদ আজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ - আইন-আদালত