রাজধানীর ধানমন্ডির জিগাতলায় প্রাইভেটকার থেকে চাঁদা নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে জিগাতলা এলাকা থেকে তাকে ধানমন্ডি থানার হেফাজতে নেয়া হয়। পরে তার বিরুদ্ধে বাদি হয়ে মামলা করে পুলিশ।
গ্রেপ্তার মো. আশরাফুল (২৩) লক্ষীপুরের চন্দ্রগঞ্জ এলাকার নূর আলমের ছেলে। তিনি ঢাকার হাজারীবাগ এলাকায় থাকেন।
এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা ওই যুবক রশিদ কেটে এক প্রাইভেটকার আরোহীর কাছ থেকে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার আরোহী দাবি করেন, ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের কাছে গাড়ি পার্ক করায় তার কাছ থেকে চাঁদা নেয়া হচ্ছে।
এসময় গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।