আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া এ মহড়া চলবে দুপুর ১২টা পর্যন্ত। নারী-পুরুষ মিলে মোট ৫১০ জন ভোটার মক ভোটিংয়ে অংশ নিতে পারবেন।
সকাল ৮টায় কেন্দ্র পরিদর্শন করে ইসি সচিব আখতার আহমেদ বলেন, যেহেতু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, তাই পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে আগে থেকেই মহড়া চালানো হচ্ছে।
ভোটকেন্দ্রের ভেতরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা ভোটকক্ষ।
ভোট দেওয়া শেষে এক ভোটার বলেন, “প্রথমবার গণভোট দিলাম, ভোটও দিলাম। তবে গণভোট বিষয়ক প্রচার আরও হওয়া দরকার।”


















