অনুমোদিত টাঙ্গুয়া এক্সপ্রেস ট্রেন চালুসহ আট দফা দাবিতে রাজধানীর মগবাজার রেলগেটে অবস্থান ও অবরোধ করেছে ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী।
শনিবার (১ নভেম্বর) সকালে তারা এই কর্মসূচি পালন করেন। এসময় ঢাকা থেকে ছাড়া সিলেটের জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থামানোর চেষ্টা করেন তারা।
পরে ট্রেনটি না থামলে তারা রেললাইন অবরোধ করেন। এতে আটকে যায় অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন। পরে পুলিশ তাদের রেললাইন থেকে সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে সেখানে। আন্দোলনকারীরা অবিলম্বে নতুন ট্রেন চালুসহ সাত দফা দাবি বাস্তবায়ন না হলে রেল ভবন ও যমুনা ঘেরাও কর্মসূচির হুশিয়ারি দেন।
আন্দোলনকারীদের আট দফা দাবি হলো-
- সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালু করা
- সিলেট-আখাউড়া সেকশনের রেলপথ সংস্কার করে ডুয়েলগেজে উন্নীত করা
- সিলেট-আখাউড়া লোকাল ট্রেন চালু করা
- সিলেট অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া রেলস্টেশনগুলো চালু করা
- কুলাউড়া স্টেশনে টিকিট বরাদ্দ বাড়ানো
- সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত এক্সপ্রেসের আজমপুর স্টেশন-পরবর্তী যাত্রাবিরতি বন্ধ করা
- সব ট্রেনে নতুন ইঞ্জিন সংযোজন এবং
- যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি যুক্ত করা।
এদিকে মৌলভীবাজারে সিলেট-কক্সবাজার ও সিলেট-ঢাকা রেলপথে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে পূর্ব ঘোষিত রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

















