শনিবার , ১৮ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ঢাকার বিমানবন্দরে কার্গো এলাকায় আগুন, সব ফ্লাইট স্থগিত

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৮, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটের কার্গো এলাকায় আকষ্মিক আগুনের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে এখনও পথে রয়েছে আরও ১২টি ইউনিট। ইতিমধ্যে সাময়িক স্থগিত করা হয়েছে সব ফ্লাইটের চলাচল।

 

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়ার দুইটার দিকে এই আগুনের ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করেছে।

প্রথমে বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিকের কথা বলা হলেও বিকাল তিনটা ৪০ মিনিটে সব ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত ঘোষণার কথা জানানো হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, কাস্টমসের কুরিয়ার ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। কার্গো কমপ্লেক্সে কেমিক্যালসহ নানা ধরনের দাহ্য পদার্থ রয়েছে। আগুন সেদিকে ছড়িয়ে পড়লে অনেক বড় ক্ষতি হতে পারে।

সর্বশেষ - আইন-আদালত