রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করা শর্তে কয়েক জন শিক্ষার্থী জানান, একই স্থানে কোচিং করে দুই কলেজের শিক্ষার্থীরা। সেখানে ২ থেকে ৩ দিন আগে দুই গ্রুপের বিতণ্ডা হয়। সেই ঘটনার জেরেই আজকের এই সংঘর্ঘ।
বিষয়টি নিশ্চিত করেন পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ।


















