বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ধামরাইয়ে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ২০ পোশাকশ্রমিক

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২১, ২০২৪ ১২:৫৭ পূর্বাহ্ণ

 ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ইটভর্তি ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার (২০ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে কালামপুর থেকে যাওয়া একটি শাখা সড়কের খাগুর্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে ৪ জনই ওই পোশাক কারখার শ্রমিক। নিহতদের মধ্যে তিনজনই নারী শ্রমিক বলে জানা গেছে।

পুলিশ জানায়, রাতে গ্রাফিক্স টেক্সটাইল কারখানার শ্রমিকরা কাজ শেষে একটি স্টাফ বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি কালামপুর থেকে ছেড়ে রাত ৯টা ৪০ মিনিটের দিকে শাখা সড়কটির খাগুর্তা এলাকায় পৌঁছলে একটি ইটভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।  ঘটনাস্থলেই ৪ জন মারা যান। আহত হন প্রায় ২০ জন।  নিহতদের মধ্যে ৪ জনই নারী পোশাক শ্রমিক বলে জানা গেছে।

ধামরাই থানার পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।  প্রাথমিকভাবে ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, দুপুরে স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী ফরিদুল ইসলাম মারা যান।

সর্বশেষ - আইন-আদালত