শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নরসিংদীতে তিন যানের সংঘর্ষ, আহত বহু

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

নরসিংদীতে বাস-ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিলেটগামী মাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী প্রাণ আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পাশে চলন্ত অপর একটি প্রাইভেটকারও দুর্ঘটনার কবলে পড়ে। এতে যান তিনটির ৬৩ যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় বাসের এক যাত্রী ও ট্রাক চলককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন।

ইটাখোলা থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি পুলিশ হেফাজতে আছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত