রাজধানীতে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর পুরান ঢাকার কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন মালিকার পালিয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সকালে ভবন পরিদর্শনে গিয়ে তিন মালিকের কারও দেখা পাননি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারা।
পরে কাউকে না পেয়ে তারা কথা বলেন এক ভবন মালিকের স্ত্রীর সঙ্গে। এসময় বাড়ির নকশা দেখতে চান রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম। তবে তা দেখাতে পারেন নাই ভবন মালিকের স্ত্রী।
চেয়ারম্যান জানান, সাত দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিলগালা করা হবে। শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঢাকার সব ভবনের তথ্য নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ সব ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। বলেও জানান তিনি।


















