মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ফরিদপুরে মহাসড়কে গাছ ফেলে অবরোধ, ২১ জেলার সঙ্গে যান চলাচল বন্ধ

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেছেন স্থানীয় জনতা। এতে করে দক্ষিণ অঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে ঢাকার যান চলাচল আবারও বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটা থেকে ভাঙ্গার পুখুরিয়া ও সুয়াদি‌সহ বেশ কয়েকটি স্থানে মহাসড়কের ওপর গাছ, বাস, ইট ফেলে অবরোধ করেছেন কয়েক হাজার স্থানীয় জনতা। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন বন্ধ হয়ে গেছে। দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারীরা।

বিক্ষোভকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পুখুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দু’টি ইউনিয়ন কেটে নেওয়ার পরিবর্তে ভাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তনের দাবি জানিয়েছেন। তাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কের কয়েকটি পয়েন্ট-পুখুরিয়া বাসস্ট্যান্ড ও হামিরদী বাসস্ট্যান্ড‌সহ বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা। এছাড়াও ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মনসুরাবাদ বাসস্ট্যান্ড অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এতে সব কয়টি মহাসড়কে সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সংখ্যানুপাতিক ভোটে ঐক্যের বদলে বিভেদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে: তারেক রহমান

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, আতঙ্ক-ক্ষোভ-হতাশায় নগরবাসী

ভারতে একের পর এক স্থগিত বিদেশি অর্ডার, চলে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তানে

আইরিশদের বিপক্ষে বাংলাদেশের আজ টি-টোয়েন্টি লড়াই

বেনাপোল এক্সপ্রেসে আগুনে দগ্ধ আটজনের অবস্থাই আশঙ্কাজনক

বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

এই সপ্তাহেই ভারতে আসতে পারে মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশিদের আকাঙ্ক্ষা পূরণে আমাদের ইচ্ছার পরিবর্তন হয়নি: আমেরিকা

যে কোনো মূল্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ডাক খালেদা জিয়ার