গোপালগঞ্জে জারি করা কারফিউর সময় বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, জেলায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা ঘটিকা পর্যন্ত কারফিউ চলবে। এর মধ্যে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা হতে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে এ নির্দেশনা জারি করা হয়।
এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বুধবার গোপালগঞ্জে হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে সংঘর্ষের জেরে সন্ধ্যায় পুরো জেলায় কারফিউ জারি করা হয়। যা রাত ৮টা থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টা পর্যন্ত চলমান ছিল।












The Custom Facebook Feed plugin