রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজনের মৃত্যুর খবর এসেছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৭১ জন। হতাহতের বেশিরভাগই শিক্ষার্থী। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২১ জুলাই) রাতে এক বার্তায় এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিকেল পাঁচটা ২৫ মিনিট পর্যন্ত এক হালনাগাদ তথ্যে আইএসপিআর এই খবর জানায়।
বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা
কুয়েত মৈত্রী হাসপাতাল
আহত: ০৮
নিহত: ০০
জাতীয় বার্ন ইনস্টিটিউট
আহত: ৭০
নিহত: ০২
ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতাল
আহত: ০৩
নিহত: ০১
সিএমএইচ, ঢাকা
আহত:- ১৭
নিহত:- ১২
কুর্মিটোলা জেনারেল হসপিটাল
আহত:- ০১
নিহত:-০২
লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা
আহত: ১১
নিহত: ০২
উত্তরা আধুনিক হসপিটাল
আহত: ৬০
নিহত: ০১
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল
আহত: ০১
নিহত: ০০
সর্বমোট: আহত ১৭১, নিহত: ২০
এদিকে হাসপাতালগুলো জানিয়েছে, এই মুহূর্তে নেগেটিভ রক্তের প্রয়োজন সবচেয়ে বেশি। দাতাদের সংলগ্ন হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নম্বর:
- মিলিটারি রেস্কিউ ব্রিগেড 01769024202
- সিএমএইচ বার্ন ইউনিট 01769016019
- সিএমএইচ ইমার্জেন্সি 01769013311
- মাইলস্টোন স্কুল Admin Officer 01814774132
- Vice Principal 01771111766
ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার 999 বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দেবে।
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১৯, আহত শতাধিক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। হতাহতের বেশিরভাগই শিক্ষার্থী। আহতদের মধ্যে দগ্ধ ৭০ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার দুপুরে ঢাকার বার্ন ইন্সটিটিউটে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এই সময় আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্তর্বর্তী সরকারের আরও কয়েকজন উপদেষ্টা তার সাথে ছিলেন।
তিনি জানান, আহত শিক্ষার্থীদের বেশিরভাগই দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে। তাদের বার্ন ইন্সটিটিউট, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল ও উত্তরার আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। আমরা আপাতত প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। দুপুর আড়াইটার পর থেকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের নিয়ে আসা শুরু হয়।
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত-নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর 01949043697।



















