রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভাঙ্গায় কয়েক স্থানে সড়ক ও রেলপথ অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আজও ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। রোববার সকাল ৯টার দিকে উপজেলার বড় হামিরদী হাইস্কুল সংলগ্ন এলাকায় খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা ট্রেন আটকে দেন আন্দোলনকারীরা। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রেনে থাকা যাত্রীরা।

এদিকে গতকাল শনিবারের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার ভোর থেকে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ জনতা। এটি চলবে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত।

শনিবার বিকেল ৫টায় উপজেলার আলগী ইউনিয়ন পরিষদে এক সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীদের প্রধান সমন্বয়ক আলগী ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া।

সরেজমিনে দেখা গেছে, রোববার ভোর থেকে ফরিদপুর বরিশাল মহাসড়কের পুকুরিয়া, হামিরদী, ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড ও ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী, মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এছাড়াও ফরিদপুর-ঢাকা, ঢাকা-খুলনা রেলপথে গাছের গুঁড়ি ফেলে লাল পতাকা টানিয়ে অবরোধ করে রাখা হয়েছে। এতে করে হামিরদী রেলপথে খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন আটকে রাখেন আন্দোলনকারীরা। এতে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের ২১টি জেলার সড়কের যানবাহন ও ঢাকা থেকে খুলনা রেলপথ বন্ধ রয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

অন্যদিকে এই আন্দোলনের প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ম ম ছিদ্দিক মিয়াকে গভীররাতে ডিবি পুলিশ আটক করার সংবাদ ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা বৃষ্টি উপেক্ষা করে মহাসড়কে নেমে আসেন। এতে হাজার হাজার মানুষ দলে দলে অবরোধের পয়েন্টগুলোতে জড়োসড়ো হন ও বিক্ষোভ মিছিল করেন।

এসময় আন্দোলনকারী জনি মীর, পলাশ মিয়া, তৌহিদুল ইসলাম বুলবুল জানায়, তাদের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। ইসি মেনে না নেওয়া পর্যন্ত লাগাতার অবরোধ কর্মসূচি চলবে।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার রনি বেপারী জানান, সকাল সাড়ে আটটার দিকে হামিরদী নামক স্থানে আন্দোলনকারীরা নকশিকাঁথা কমিউটার ট্রেন অবরোধ করে রেখেছেন। যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ভাঙ্গা হয়ে চলাচলকারী সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনটি (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) উপজেলা নিয়ে গঠিত। আর নগরকান্দা ও সালথা উপজেলা ছিল ফরিদপুর-২ আসনে। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নি‌র্ধারণ করা হয়। এরপর ৫ সেপ্টেম্বর থেকেই আন্দোলনে নামেন ভাঙ্গার আন্দোলনকারীরা। তাদের দুই ইউনিয়ন ফিরে পেতে অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জামদানি গাঁথা

নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৬৩, পরিচয় মিলেছে মৃতদের

সুপ্রিম কোর্ট বারে আওয়ামী লীগের পূর্ণ প্যানেল বিজয়ী ঘোষণা

মালয়েশিয়া বাংলাদেশ দ্রতাবাসে ডেপুটি হাইকমিশনার খাস্তগীরের বিরুদ্ধে শত অভিযোগ, কর্তৃপক্ষ নির্বিকার

ডিজিটাল শাটডাউন হতে পারে দেশ: বিটিআরসির সামনে হাজারো ইন্টারনেট ব্যবসায়ী

কোভিডের টিকায় অবদান রেখে চিকিৎসায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী

শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

৩০০ মিলিয়ন ডলার পাচার শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

জামায়াতের নেতৃত্বে জোটগতভাবে নির্বাচনের কথা ভাবছে ইসলামি সমমনা দলগুলো

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল