ফরিদপুর-৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার হামিরদী ও আলগি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনের সাথে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে কয়েকদিন ধরে চলে আসা মহাসড়ক অবরোধের কর্মসূচির অংশ হিসেবে, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা ও এর আশেপাশের এলাকার আটটি পয়েন্টে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে অবরোধকারীদের সরিয়ে দেয় প্রশাসন। এখন তারা সড়কের পাশে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন।
অবরোধকারীরা বলছেন, নির্বাচন কমিশন (ইসি) তার সিদ্ধান্ত পরিবর্তন না করা পর্যন্ত তাদের নানা কর্মসূচি চলবে।
এর আগে গত ৪ সেপ্টেম্বর ইউনিয়ন দুটিকে নির্বাচন কমিশন আসন বিন্যাসের অংশ হিসেবে ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে। এতে ক্ষোভে ফেটে পড়েন ওই দুই ইউনিয়নের মানুষ। ৫ সেপ্টেম্বর তারা দিনভর পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন।
এরপর প্রশাসনের আশ্বাসে দুইদিন কর্মসূচি বন্ধ রাখলেও কোনো সমাধান না পেয়ে টানা তিন দিন অবরোধ কর্মসূচি পালন করেন তারা। পরে শুক্র ও শনিবার অবরোধ কর্মসূচি বন্ধ রেখে রোববার থেকে তিন দিনের লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
এরই অংশ হিসেবে রোববার দিলবর সড়ক অবরোধ করা হয়। তবে সোমবার সকালে পুনরায় অবরোধ কর্মসূচি শুরু করলে প্রশাসন এসে তাদের সরিয়ে দেয়।


















