শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভুয়া তালাকনামা তৈরি করে প্রতারণার অভিযোগ হিরো আলমের

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৬, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম অভিযোগ করেছেন, তার স্ত্রী রিয়া মনি এবং ম্যাক্স অভি মিলে ভুয়া তালাকনামা তৈরি করে প্রতারণা করেছেন। তিনি দাবি করেন, কাগজটি মিথ্যা তথ্যভিত্তিক ও বানোয়াট।

এই ইস্যুতে শনিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় ঢাকায় নিজের অফিসে একটি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন হিরো আলম। তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়ে বলেন, প্রতারণামূলক তালাকনামা দিয়ে তাকে দাম্পত্য বিষয়ে হস্তক্ষেপ করতে না দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

গতকাল (১৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে হিরো আলম বলেন, ‘রিয়া মনি এখনও আমার বৈধ স্ত্রী। আমাকে যে ভুয়া তালাকনামা দেখানো হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ভবিষ্যতে রিয়া মনি ও অভি একসঙ্গে কোনো ভিডিও বানালে, যেখানেই পাবো, সেখানেই ধোলাই দেব।’

এ সময় তিনি আরও দাবি করেন, ইতিকে চার মাস আগে তালাক দিয়েছেন অভি। তবে অভি ইতিকে বিয়ে করতে রাজি নন, কারণ বিয়ে করলে অভির সঙ্গে তার কোনো পার্থক্য থাকবে না।

মিথিলা নামের এক তরুণীর সঙ্গে সম্পর্কের বিষয়েও মন্তব্য করেন হিরো আলম। তার ভাষায়, মিথিলা আমার স্ত্রী নয়। সে ভাইরাল হওয়ার জন্য আমার সঙ্গে নাটক সাজিয়েছে এবং আমার নামে মামলা করেছে। প্রয়োজনে আমি জেলেও যেতে রাজি, কিন্তু তাকে স্ত্রী হিসেবে মেনে নেব না।

হিরো আলমের এসব মন্তব্য নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

সর্বশেষ - আইন-আদালত