রেলের রানিং স্টাফদের কর্মবিরতির বিষয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘দাবি থাকতে পারে। কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক।’
তিনি কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, ‘দাবির বিষয়ে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে।’
আজ মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, ‘এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই, যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে। আলোচনা চলছে, সমাধান হবে।’
পূর্ব ঘোষণা অনুযায়ী, গতকাল সোমবার দিনগত রাত ১২টার পর থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। আর এতে বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল।
ফলে শীতের মধ্যে পরিবার নিয়ে স্টেশনে আসা যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে।












The Custom Facebook Feed plugin