কমলাপুর রেলস্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনে যাত্রী ধর্ষণের অভিযোগে রেলওয়ে পুলিশ ওই ট্রেনে দায়িত্বরত এনাউন্সার (পিএ অপারেটর) সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে।
বুধবার (২৬ জুন) রাতে সংবাদ সম্মেলনে কমলাপুর রেলওয়ে স্টেশন থানার অফিসার ইনচার্জ জয়নুল আবেদীন জানান এ তথ্য।
এদিন সকালে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে এ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, ট্রেনটি ছেড়ে যাওয়ার আগে তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে ট্রেনে তুলে নেয় কর্তব্যরত এনাউন্সার সাইফুল ইসলাম। পরে ট্রেনের টয়লেটে নিয়ে জোর করে তাকে ধর্ষণ করেন সাইফুল।
এরপর বিষয়টি ওই ট্রেনের দায়িত্বরত পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেফতার করা হয়। ভিকটিমকে নেওয়া হয় হেফাজতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি অভিযুক্ত সাইফুল স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ।












The Custom Facebook Feed plugin