রাজধানীর শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট।
শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে রাত ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবর পেয়ে ১০টা ১ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পলাশী ও সিদ্দিকবাজার স্টেশন থেকে পাঁচটি ইউনিট গিয়েছিলো।
বৈদ্যুতিক তার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুস জামান জানান, ফুলের দোকানে থাকা বেলুনের গ্যাস সিলিন্ডারে হিলিয়াম থাকায় ঘটনাস্থল বিপদজনক হয়ে উঠেছিলো। আগুনে ৮ থেকে ৯টি দোকান পুড়েছে। তবে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ছাড়াও সেনাবাহিনী, বিজিবি ও যৌথবাহিনী কাজ করে।