প্রাথমিক সহকারী শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে।
শনিবার (৮ ডিসেম্বর) দুপুর তিনটায় প্রাথমিক সহকারী শিক্ষকেরা তাদের ঘোষিত কলম নিক্ষেপ কর্মসূচি পালনের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল সহকারে শাহবাগে এলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে।
একপর্যায়ে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শিক্ষকদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। প্রায় আধাঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে শেষ পর্যন্ত পিছু হয় শিক্ষকরা।
ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এখন শাহবাগে যানচলাচল স্বাভাবিক।
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
সকাল ১০টা থেকে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ -এর ব্যানারে চারটি সংগঠনের শিক্ষকরা।

















