ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যায়। তবে ছাদ উড়ে গেলেও বাস না থামিয়ে পাঁচ কিলোমিটার পথ গাড়ি চালিয়েছেন চালক। পরে জনরোষে তিনি গাড়ি থামাতে বাধ্য হন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে ঘটে এ দুর্ঘটনা।
হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, সায়দাবাদ থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী বাস বরিশাল এক্সপ্রেস শ্রীনগরের সমষপুরে আসলে একটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষতে বাসের ছাদ উড়ে যায়। এসময় কয়েকজন আহত হন। তবে যাত্রীদের চিৎকারেও বাস থামাননি চালক। পরে আরেকটি প্রাইভেট কারেও ধাক্কা মারে বেপরোয়া বাসটি। তবে প্রাইভেট কারে থাকা যাত্রী বা চালকের কোনো ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, পদ্মা সেতুতে না উঠে লৌহজংয়ের আভ্যন্তরীণ সড়কে ঢুকে যায় বাসটি। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা লৌহজংয়ের কুমারভোগ এলাকার ছিদ্দিকীয়া মাদ্রাসার সামনে বাসটির পথরোধ করে। পরে স্থানীয়রা চালককে আটক করে মাদ্রাসার রাখেন। তবে সেখান থেকে চালক পালিয়ে যান
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত একজনকে চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় বলে জানান এ কর্মকর্তা।













The Custom Facebook Feed plugin