বুধবার , ১২ মার্চ ২০২৫ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সাততলা বস্তির আগুন ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১২, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ণ

গভীর রাতে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ট্রান্সমিটার বিস্ফোরণ থেকে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। বস্তিবাসী বাধ্য হয়ে শূন্য হাতেই ঘর ছেড়ে আশ্রয় নেয় ফাঁকা স্থানে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৫টা ২০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১২ মার্চ) রাত ৩টা ৪০ মিনিটে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন। বলেন, আগুনের খবর পেয়ে দশ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তেজগাঁও ফায়ার স্টেশনের একটি ইউনিট। আগুনের ছড়াতে থাকায় এরপর একে একে আরও ৭টি ইউনিট যোগ দেয়। দেড় ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানান, ট্রান্সমিটার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। ট্রান্সমিটারের নিচেই দাহ্য পদার্থ থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে।

হঠাৎ করে আগুন লাগায় বস্তিবাসী, ঘর থেকে বের করতে পারেননি তেমন কোনো মালামাল। শূন্য হাতে জীবন নিয়ে কোনরকমে নিরাপদ আশ্রয় নেন তারা।

তবে আগুনের কারণে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মেলেনি কেউ হতাহত হওয়ার খবরও। তদন্ত কমিটির রিপোর্ট পেলে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র উঠে আসবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত