রবিবার , ২২ জুন ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সাবেক সিইসি কে এম নুরুল হুদা উত্তরা থেকে গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
জুন ২২, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় সিইসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে উত্তরা পাঁচ নম্বর সেক্টরের সাবেক সিইসির ভাড়া বাসা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি মইদুল ইসলাম সাংবাদিকদের জানান, কিছু লোক উত্তরা পাঁচ নম্বর সেক্টরে সাবেক সিইসির ভাড়া বাসা ঘেরাও করে রেখেছিল। আমরা তার নিরাপত্তার জন্য পুলিশ পাঠিয়ে তাকে কাস্টডিতে নিই।

তিনি আরও জানান, নুরুল হুদার বিরুদ্ধে শেরে বাংলা থানায় মামলা থাকায় তাকে শেরে বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে শেরে বাংলা নগর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ।

এদিকে নুরুল হুদাকে আটকের একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, নুরুল হুদার গলায় জুতার মালা পড়ানো আছে। তাকে ধরে থাকা এক যুবককে বলতে শোনা গেছে, ‘ও সে স্বৈরাচার সৃষ্টি করেছে, কোনো নির্বাচন কমিশনার যে যেন এই সাহস আর না পায়।’ এসময় জুতা দিয়ে তার গালে কয়েকটি আঘাত করা হয়। তারপর পুলিশ তাকে ভ্যানে তোলে।

রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাবেক তিন সিইসিসহ ২৪ জনের নামে মামলা করেন। দিনের ভোট রাতে করেছে মর্মে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

সর্বশেষ - আইন-আদালত