সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলা বাধ্যতামূলক এবং বেশি ভাড়া নিলে ৫০ হাজার টাকা জরিমানা করার নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বার্তা গণমাধ্যমে পাঠানো হয়েছে।
বার্তায় বলা হয়, ফোর স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি রোববার (১৬ ফেব্রুয়ারি) বাতিল করা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হলো।
এর আগে আজ সকাল থেকে মিটারে না চালালে মামলা ও জরিমানার ইস্যুতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা। এতে সড়কে দেখা দেয় তীব্র যানজট।