মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৫, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ

ইসলামি মহাসম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা ও জনতার ঢল নেমেছে। যেখানে সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা জড়ো হয়েছেন। 

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চলছে তাবলিগ জামায়াতের দুটি অংশের ইসলামি মহাসম্মেলন। দুটি অংশের একটি দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি ও আরেকটি অংশ প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারীর।

মঙ্গলবার (৫ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, সম্মেলনে যোগ দিতে ফজরের নামাজের পর থেকে পুরো দেশ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়েছেন আলেম-ওলামারা। পুরো সোহরাওয়ার্দী উদ্যানের পুরো মাঠ মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।

মহাসম্মেলনে যোগদেয়া তাবলিগের দুই গ্রুপের বিভক্তি নিয়ে অনুসারীদের মাঝে নানা দ্বন্দ্বের বিষয় সম্মেলনে দেখা গেছে। সম্মেলনে দুই গ্রুপের বক্তার একে অন্যকে বাতিল বলে দাবি করতে শোনা যায়। পাশাপাশি দাওয়াত ও তাবলিগ, কওমি মাদরাসা এবং দ্বীনের হেফাজতের বিষয় নিয়েও আলোচনা শোনা যায়।

সকাল ৯টা থেকে শুরু হওয়া মহাসম্মেলনটি দুপুর ১টা পর্যন্ত চলার কথা রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত