পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের মানুষ। কারবালার প্রান্তরের হৃদয়বিদারক ঘটনার স্মরণে আয়োজিত এসব মিছিলে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে ইমাম হোসাইনের আত্মত্যাগ, ইয়াজিদের বর্বরতা আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।
রোববার (৬ জুলাই) সকালে মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে বের হওয়া তাজিয়া মিছিল ফার্মগেটে গিয়ে শেষ হয়। সকাল থেকে শুরু হওয়া এই শোক মিছিলে অংশ নেন শিয়া সম্প্রদায়ের নানা বয়সী মানুষ। কালো পোশাকে, ‘হায় হোসাইন’ ধ্বনিতে, বুক চাপড়ানোতে মুখর হয়ে ওঠে মিছিলের পুরো পথ।
পরে রাজধানীর অন্যান্য এলাকাতেও আয়োজিত হয় তাজিয়া মিছিল। অংশগ্রহণকারীরা জানালেন, আশুরা শুধু শোকের নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকও। কারবালার ঘটনার মধ্য দিয়ে ইমাম হোসাইন দেখিয়ে গেছেন সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা। সেই আদর্শই আজও আলো দেখায়।
শিয়া সম্প্রদায়ের মতে, ইমাম হোসাইন শুধু মুসলিম নয়, মানবতার পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আত্মত্যাগের প্রতীক। আশুরা উপলক্ষে তারা সব মুসলিমদের ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান।












The Custom Facebook Feed plugin