শরীয়তপুরে একটি খোলা মাঠে জড়ো হয়ে বিবাদমান দুটি পক্ষ একে অপরকে বোমা হামলা করেছে। এসময় হেলমেট পড়া কিছু মানুষকে প্লাস্টিকের বালতিতে করে বোমা বহন করতে দেখা গেছে। সাতসকালে শতাধিক ককটেলের বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (৫ এপ্রিল) সকালে জেলার জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকার একটি খেলার মাঠে এই ঘটনা ঘটে।
এর একটি পক্ষে ছিলেন বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী এবং অন্য পক্ষে স্বেচ্ছাসেবক লীগের নেতা জলিল মাদবরের অনুসারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের টানাপোড়েন চলছে। এর জেরে সকালে তারা মুখোমুখি হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এদিকে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, খোলা মাঠে বিপরীত পক্ষের লোকজন হেলমেট পরে ও বালতি হাতে নিয়ে অবস্থান নিয়েছেন। তারা একে অপরের দিকে হাতবোমা নিক্ষেপ করছেন, যার বিকট শব্দে আশপাশ কেঁপে উঠছে ও ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
জাজিরা থানার অফিসার ইনচার্জ দুলাল আখন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।