বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

২৪ ঘণ্টায়ও নেভেনি রূপনগরের আগুন

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৫, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ অক্টোবর) সকালে শিয়ালবাড়ী এলাকায় গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া ওই কেমিক্যাল গোডাউন থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে।

কেমিক্যালের ধোয়ার কারণে সকালে কাজে এসে পাশের একটি গার্মেন্টসের বেশ কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েন। এসময় গার্মেন্টসটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। অনেককেই প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এদিকে সকাল থেকেই নিখোঁজদের খোঁজে ওই এলাকায় ভিড় করছেন স্বজনরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্ঘটনাস্থলের আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস।

এরমধ্যেই বেলা পৌনে ১১টার দিকে কেমিক্যাল গোডাউনে প্রবেশ করে ফায়ার সার্ভিসের বিশেষায়িত দুইজনের একটি কেমিক্যাল বিশেষজ্ঞ দল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তিরা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এছাড়া বেশ কয়েকজন আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর আসে। এর পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়।

সর্বশেষ - আইন-আদালত